জুমবাংলা ডেস্ক: রাজধানীর ডেমরা থানার আমুলিয়া এলাকায় তেলবাহী লরি-ট্যাংকারের ধাক্কায় এক পাঠাও চালক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
নিহতের নাম মোহাম্মদ হুমায়ুন (৩২)। এ ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী শফিউর রহমান হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হুমায়ুন রাজধানীর শ্যামপুরের মীরহাজারিবাগ এলাকার আলতাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজধানীর ডেমড়া থানার আমুলিয়া এলাকায় তেলবাহী লরি-ট্যাংকারের ধাক্কায় তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
আহত শফিউর রহমান হৃদয়ের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, তার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থেকে পাঠাও যোগে ডেমরার বাসায় ফেরার পথে আমুলিয়া এলাকায় একটি তেলবাহী লরি তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।