রাজধানীতে সিএনজির ধাক্কায় এক সাইকেল আরোহীর প্রাণহানি

জুমবাংলা ডেস্ক: রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক (যুবক) বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

সড়ক

জিন্স প্যান্ট ও সাদা হাফহাতা টি-শার্ট পড়া ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। আজ মঙ্গলবার  সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম, পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ওই অটোরিকশা চালক আবুল কালামকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক আবুল কালাম জানান, মঙ্গলবার  সকাল সোয়া ৯টার দিকে ভাটারা থানার নতুন বাজার একশ ফিট রাস্তায় ওই যুবকের সাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ওই সাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা  আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সূত্র: বাসস