জুমবাংলা ডেস্ক : চোরাই ল্যাপটপসহ পাঁচজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মিনহাজ উদ্দিন রাফি (২৫), আব্দুল আহাদ(২৫), সুজন সরকার(২৫) মাসুদ রানা(৩১) ও এনামুল হোসেন(১৭)।

এ সময় তাদের হেফাজত থেকে ৯৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদ খান বলেন, ২২ মার্চ তেজগাঁও থানার ফার্মগেট এলাকা থেকে জনৈক খাজা মোহাম্মদ মঈনের ল্যাপটপ চুরি হয়। যার প্রেক্ষিতে তেজগাঁও থানায় মামলা রুজু হয়। এরপর বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ল্যাপটপ চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মিনহাজ উদ্দিনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে বসুন্ধরা সিটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে আরো ৯৩টি ল্যাপটপ চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। আর সেখান থেকে গ্রেফতার করা হয় বাকি চারজনকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় আরো একটি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


