রাজধানীর মৌচাক ও মিরপুরে পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনে ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এলাকার পুলিশ বক্সের কাছে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই রাতে রাত সোয়া ৮টার দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ফ্লাইওভার থেকে ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায়ও কেউ আহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



