
জুমবাংলা ডেস্ক: রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আজ ( ৯ জুন) রাত ১২টা থেকে সেনা টহল জোরদার করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব রাজাবাজার এলাকায় আজ (মঙ্গলবার) রাত ১২টা থেকে লকডাউন শুরু হবে। পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে রাজাবাজারের আটটি প্রবেশ ও বের হওয়ার পথের সাতটি। একটি পথ খোলা রাখা হবে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এবার দেখিয়ে দিতে চাই চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে করোনা নিয়ন্ত্রণ করা যায়। আমরা মানুষকে বোঝাতে চাই, যদি চলাচল নিয়ন্ত্রণ করা যায় তাহলে করোনাও নিয়ন্ত্রণে থাকবে। দেশের সব মানুষকে আমরা এটা বুঝিয়ে দেবো। এজন্য কঠোরভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে।’
করোনার বিস্তার রোধে সরকার সাধারণ ছুটি দিয়েও কাজ হয়নি। এই মহামারি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড (লাল), ইয়েলো (হলুদ) ও গ্রিন (সবুজ) জোনে ভাগ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেয়।
স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। এটি পরীক্ষামূলকভাবে শুরু হবে। সফল হলে পরের সপ্তাহ থেকে সামগ্রিক পরিকল্পনা করে মাঠে নেমে পড়বেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।