রাজধানীর বিভিন্ন স্থানে ছাড়ে পণ্য বিক্রি করবে সিটি গ্রুপ

জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ছাড়ে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ঢাকার কারওয়ান বাজার, ফার্মগেট, আজিমপুর, মতিঝিল, প্রেসক্লাব, খিলগাঁও, মিরপুর-১, মিরপুর-১০ ও মোহাম্মদপুর অঞ্চলের প্রধান সড়কে অস্থায়ী ভিত্তিতে এসব পণ্য বিক্রয় করবে সিটি গ্রুপ।

সিটি গ্রুপের তথ্যানুসারে ১০টি পণ্য কম দামে বিক্রি করা হবে। কেজি বা প্যাকেটপ্রতি এসব পণ্য ৬ থেকে ৩৫ টাকা কমে বিক্রি হবে।

তীর অ্যাডভান্সড সয়াবিন তেল প্রতি লিটার বাজারমূল্যের চেয়ে ৭ টাকা কমে ১৫৬ টাকায় বিক্রি করবে সিটি গ্রুপ। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ৩৫ টাকা কমে বিক্রি হবে ৭৬৫ টাকায়; তীর শর্ষের তেল ২৫০ মিলির বোতল ১৫টা কমে ৮০ টাকায়; তীর ছোলা বুট এক কেজির প্যাকেট ২৫ টাকা কমে ১০০ টাকায়; তীর চিনিগুঁড়া চাল প্রতি কেজি ৩৫ টাকা কমে ১৩৫ টাকায়; জীবন পানি ৫০০ মিলিলিটার ১০ টাকা কমে ১০ টাকায়; জীবন পানি এক লিটার ১০ টাকা কমে ১৫ টাকায়; তীর চিনি এক কেজি ৬ টাকা কমে ১৪০ টাকায়; তীর ফিরনি মিক্স ১৫০ গ্রাম প্যাকেট ১৫ টাকা কমে ৪৫ টাকা ও তীর হালিম মিক্স ২০০ গ্রাম প্যাকেট ১৫ টাকা কমে ৫০ টাকায় বিক্রি করবে সিটি গ্রুপ।

ক্রেতা না থাকায় বাজারে বেগুন ফেলে রেখে গেলেন কৃষক