ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ও ধর্মীয় ভাবমূর্তি জাগ্রত করতে চাই।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।
আ ফ ম খালিদ হোসেন বলেন, আল্লামা ইকবাল বলে গেছেন গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।
ধর্ম উপদেষ্টা বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো- ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদের জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।
ইমামদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা মিম্বরে দাঁড়িয়ে অন্যায়-অপরাধের বিরুদ্ধে বলবেন। কেউ যদি কছিু বলে তাহলে সরকারসহ সবাই আপনাদের সহযোগিতা করবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারাদেশে নির্মিত মডেল মসজিদগুলোর যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সরকার সেগুলো দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নিয়েছে। জাতীয় পর্যায়ে মসজিদভিত্তিক সেবার মানোন্নয়ন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও তত্ত্বাবধান আরও জোরদার করা হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণের ভোটাধিকার সুরক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
সম্মেলনে বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপ–পরিচালক আশেকুর রহমান, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, এবি পার্টি কুমিল্লার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



