বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা রাজনীতিতে একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায়।
রাজধানীর মিরপুর-১১ নম্বরে প্যারিস রোড বালুর মাঠে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বৃহস্পতিবার এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তফা জামানও বক্তৃতা দেন।
রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। আর বাংলাদেশের মানুষের এ বিষয়ে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে।
পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার এবং কোন লোক দিনরাত কাজ করে, সেটি দেখে ভোট দেবেন। অন্যদিকে, পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়; বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে।
নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিল। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে, তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট।
তিনি আরও বলেন, অনেকেই বলে বিএনপির গভর্ন্যান্স মেমোরি (শাসনের স্মৃতি) নেই। ১৯৮৯ সাল থেকেই আমাদের শাসনের স্মৃতি রয়েছে। বিএনপি তিন-চারবার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন ও ন্যায়বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই, যখনই কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করেছে, তখনই একমাত্র পতাকাবাহী হিসেবে বিএনপি প্রতিবাদে রাজপথে থেকেছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।