রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কাদের দায় আছে এবং কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখব।’
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কাকরাইলের ঘটনায় প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। রাজনৈতিক দিক থেকেও এক ধরনের বোকামি কার্যক্রম। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।’
এসময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে। তবে আমরা মনে করি যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি– সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার একটা সুষ্ঠু ও সুন্দর আয়োজন আমরা করতে পারব।’
আসিফ মাহমুদ বলেন, ‘তবে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ এজেন্ডা– সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর– সেদিকে এগিয়ে যাচ্ছি। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা মনে করি সবার ঐকমত্যের মাধ্যমে এটার বাস্তবায়নের দিকে আমরা যাব এবং পরবর্তীতে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।’
আদালতে সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আদালত ন্যায় ও ইনসাফের জায়গা। সেখানে এ ধরনের হামলা নিন্দাজনক।
‘ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে, নদী উদ্ধারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ’
তিনি বলেন, ‘সম্প্রতি আদালতের বিভিন্ন বেঞ্চে আইনজীবীদের চাপ প্রয়োগের নানা ঘটনা আমরা দেখেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ব্যাপারে কঠোর হতে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।