বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন যেন পুরোপুরি নিশ্চিত হয় সে ব্যাপারে বদ্ধপরিকর গভর্নর আহসান এইচ মনসুর। এ ব্যাপারে মন্ত্রিসভায় আদেশের সংশোধনী অনুমোদনের বিষয়টি জুনের মধ্যে সুরাহা হওয়ার ব্যাপারে আশাবাদী ব্যাংকের গভর্নর। তিনি প্রত্যাশা করছেন যে, বাংলাদেশ ব্যাংকের সকল কাজ স্বাধীনভাবেই হবে। জনপ্রিয় গবেষণা সংস্থা সিপিডির সম্মেলনে যুক্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর জানান, রাজনৈতিক সরকার আসলেও যাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময়, উচ্চ খেলাপি ঋণ এবং অনিয়মে জর্জরিত কিছু ব্যাংককে বাঁচানো সম্ভব নয় বলেও আশঙ্কা করেন গভর্নর।
আহসান এইচ মনসুর আরও জানান, যেসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, তাদের তারল্য সংকট কেটেছে। ইসলামি ৬টি ব্যাংক এপ্রিলের মাঝামাঝি নাগাদ পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন তার।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, দুর্বল ব্যাংকগুলোকে জনগণের টাকা দিয়ে স্বাভাবিক করাটা ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করার পরামর্শও দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।