জুমবাংলা ডেস্ক : মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘ভারতের জনগণের পক্ষ’ থেকে ৫২ আসনবিশিষ্ট দু’টি বাস উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি রাবি ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের কাছে বাস দু’টির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্যে তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষক ড. শামসুজ্জোহার আত্মদানের কথা স্মরণ করেন এবং বাংলাদেশ-ভারত মৈত্রী বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান চির অম্লান হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির সঞ্চালনায় অনুষ্ঠানে রাবি ভিসি অধ্যাপক আব্দুস সোবহান বলেন, বিজয় দিবসের আগে এই উপহারের তাৎপর্য গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল। ভারতীয় জনগণের পক্ষ থেকে এই উপহার রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জনগণের প্রতি ভারতের জনগণের গভীর মমত্ববোধের প্রকাশ।
অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।