Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
জাতীয় বিভাগীয় সংবাদ

রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

জুমবাংলা নিউজ ডেস্কJune 18, 20233 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তারা বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা। তাই রাজশাহীতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়ায় বিরাজমান কাঠামোগত প্রতিকূলতা দূর করা এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মদক্ষতা ও সমন্বয় আরও বাড়ানো খুবই জরুরি

আজ (১৮ জুন) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ও ইনভেস্টমেন্ট আফটার কেয়ারের উদ্যোগে আয়োজিত ‘নিবন্ধিত বিনিয়োগকারীদের সাফল্য, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তারা এই আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডা’র নির্বাহী সদস্য অভিজিত চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, বিডা’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. নবী মারুফ আশরাফ।

কর্মশালায় বিডা’র অগ্রগতি ও অর্জন তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় উন্নত বাংলাদেশ বিনির্মান এবং দ্রুত বিনিয়োগ বিকাশের লক্ষ্যে সৃষ্টির সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে বিডা। এর ফলে বর্তমানে বাংলাদেশে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে তা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের খুব সহজে অতি দ্রুত আন্তর্জাতিক মানের বিনিয়োগ সেবা, সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহিত করাই বিডা’র মূলকাজ। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সকল ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে বিডা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে একাধিক সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক ও কর্মশালার মাধ্যমে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস প্রদানের রূপরেখা প্রস্তুত করছে।’

প্রধান অতিথি আরও বলেন, ‘বিনিয়োগ-সহায়ক সেবামুখী সরকারী প্রতিষ্ঠান হিসেবে ‘বিডা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া স্বপ্ন বাস্তবায়নে দেশে বৈদেশিক বিনিয়োগ সহায়তা ও সেবা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই বিভাগ সব সময় সকল দেশের বিনিয়োগ সহায়তা প্রদানে উন্মুক্ত। বিদেশি বিনিয়োগে ৬৭টি কাঠামোগত সেবা সহায়তার মধ্যে ২৩টি সেবা প্রদান করে ‘বিডা’। বিডা অন্যান্য সংশ্লিষ্ট সহায়তাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে শিগগিরই একটি সমন্বিত উদ্যোগে কারিগরী সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কমপ্লায়েন্স ইস্যুতে ব্যাপক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।’

সভাপতির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ বিডাকে ধন্যবাদ জানিয়ে  বলেন, ‘এমন একটা সময় ছিল, যখন মানুষ ডিজিটাল বাংলাদেশ ও পদ্মা সেতু তৈরির কথা শুনে হাসতো। কিন্ত প্রধানমন্ত্রী আমাদের আলো দেখিয়েছেন এবং তার দৃঢ় নেতৃত্বে তা বাস্তবায়ন করে আমাদের সাহজ যুগিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মধ্য আয় থেকে এখন আমাদের যাত্রা উন্নত বিশ্বের দিকে, ২০৩১ সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি, এবং সেই স্বপ্ন পূরণ করতে হলে বিনিয়োগের পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তাই আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আহ্বান করার কর্মসংস্থান কাজ বিকাশে বিনিয়োগ বিভাগীয় রাজশাহীতে সংবাদ সম্মিলিতভাবে সৃষ্টি
Related Posts
জহুরা বেগম

মৃত্যুর আগে ‘বীরাঙ্গনা স্বীকৃতি’ চান জহুরা বেগম

December 16, 2025
জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

December 16, 2025
DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

December 16, 2025
Latest News
জহুরা বেগম

মৃত্যুর আগে ‘বীরাঙ্গনা স্বীকৃতি’ চান জহুরা বেগম

জ্বালানি বিপণন ডিপো

দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো বিপিসির উদ্বোধন বুধবার

DR

ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না : প্রধান উপদেষ্টা

Girls

ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে : তথ্য উপদেষ্টা

বিজয় দিবসে প্রাণ গেল ওসি

বিজয় দিবসে প্রাণ গেল ওসিসহ ২ পুলিশ কর্মকর্তার

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ‘ভিত্তিহীন সংবাদ’ প্রচার

Mira

৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ

প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা জানালেন তার ভাই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.