জুমবাংলা ডেস্ক: রাজশাহী নগরীতে ভগ্নিপতিকে হত্যার দায়ে শ্যালক রনি আহমেদের (২৯) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর ইউএনবি’র।
মামলার অপর আসামি হাবিবুর রহমানকে (৫০) বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি আহমেদ রাজশাহী মহানগরীর কাজলা কেডি ক্লাব পশ্চিমপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালে ৩ মার্চ হাবিবুরের জামাতা বিপ্লব হোসেনকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিপ্লব একই এলাকার এরশাদ আলীর ছেলে। এ হত্যার ঘটনায় নগরীর মতিহার থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই আসাদ জামান ওরফে বুলবুল।
মামলার বাদী জানান, বিপ্লব ভালোবেসে রনির ছোট বোন লিজা খাতুনকে বিয়ে করেছিলেন। কিন্তু এই বিয়ে মেনে নেননি রনি। এ নিয়ে রনি ও বিপ্লবের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন বাড়ির সামনে ইট রাখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিপ্লবকে ছুরিকাঘাত করে রনি পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই বিপ্লব মারা যান।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলায় প্রত্যক্ষদর্শী পাঁচজন সাক্ষী ছিলেন। আসামি রনি গ্রেপ্তার হওয়ার পর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন থেকে তিনি পলাতক। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.