জুমবাংলা ডেস্ক : বৈশাখ মাসে ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। কিন্তু এবারই ব্যতিক্রম বৈশাখ পার করছে রাজশাহীর মানুষ।
মাত্রাতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। গত দুই সপ্তাহ থেকে রাজশাহীতে কখনও মৃদু, কখনও মাঝারি, আবার কখনও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবারও (২৬ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার (২৫ এপ্রিল) রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ এপ্রিলও একই তাপমাত্রা ছিল রাজশাহীতে। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অধিদফতরের ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাপমাত্রা কিছুটা কমলেও গরম কমেনি। টানা ভারি বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত রাজশাহীর ওপর দিয়ে চলমান এ তাপপ্রবাহ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে, সোমবার রাজশাহীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলেও গরমের দাপট কমেনি। এখনও রাজশাহী অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও এ অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিচ্ছে ঢাকা আবহাওয়া অধিদফতর।
ঢাকা আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২ থেকে ৩ দিনের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।