জুমবাংলা ডেস্ক : আগামী মার্চ মাসে শেষ হচ্ছে রাজশাহীতে নির্মিত প্রথম ফ্লাইওভারের কাজ। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে রাজশাহী নগরীর রেল ক্রসিংয়ে ছয়টি ওভারপাস তৈরি করা হবে। এরপর এপ্রিলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে ফ্লাইওভারটি। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক এসব তথ্য জানিয়েছেন।
আশরাফুল হক বলেন, ‘রাসিকের উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে অনেক কাজ চলমান আছে। আবার অনেক কাজ শেষ হয়ে গেছে।’
রাসিকের তথ্য মতে, নগরীর আলিফ লাম মিম ভাটা মোড় থেকে মেহেরচন্ডী পর্যন্ত ফোরলেন রাস্তা এবং ফ্লাইওভার নির্মাণ কাজ শেষের পথে। এজন্য নির্মাণে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৮ লাখ টাকা। এরমধ্যে ফ্লাইওভার নির্মাণে ব্যয় হচ্ছে ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা।
ফ্লাইওভারের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড প্রকল্পের ম্যানেজার মাহাবুবুল আলম বলেন, ‘ফ্লাইওভারের দুই পাশের ৬০ থেকে ৬২ মিটার সড়ক করতে হবে। তাও দ্রুত শেষ করবো। আগামী মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ফলে এপ্রিলেই যান চালাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’
অনেক সময় বাঁচবে। তাই ফ্লাইওভারসহ সড়কগুলো প্রশস্তকরণ করা হচ্ছে। যাতে ভবিষ্যতে রাজধানী ঢাকার মতো অবস্থা তৈরি না হয় রাজশাহী নগরীতে। ফ্লাইওভারের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনের মহাসড়কে যানবাহনের ওপর চাপ কমবে।’
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel