স্পোর্টস ডেস্ক : উইকেট কিছুটা স্লো। এ কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক স্রেয়াশ আয়ার। তার সেই সিদ্ধান্ত মোতাবেক রাজস্থান রয়্যালসের সামনে মোটামুটি মানের একটি চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করালো দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য স্টিভেন স্মিথের দলের সামনে ১৬২ রানের লক্ষ্য বেধে দিয়েছে দিল্লির দলটি।
আজ জিততে পারলে আবারও পয়েন্ট টেবিলে এক নম্বরে চলে আসবে দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে ১২। কিন্তু হেরে গেলে, রান রেটের ব্যবধানে তিন নম্বরেও নেমে যেতে পারে স্রেয়াশ আয়াররা। সে ক্ষেত্রে রাজস্থান রয়্যালস উঠে আসতে পারে চার নম্বরে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পৃত্থি শ’র উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। গোল্ডেন ডাক মারেন তিনি। আর্চারের বলে ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে যান দিল্লির এই ওপেনার। এরপর দলীয় ১০ রানের মাথায় উইকেট হারান আজিঙ্কা রাহানেও।
১০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ার পর দিল্লিকে টেনে তোলেন আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক স্রেয়াশ আয়ার। এই দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৮৫ রানের জুটি।
দলীয় ৯৫ রানে বিচ্ছিন্ন হয় ধাওয়ান এবং আয়ার জুটি। এ সময় ৩৩ বলে ৫৭ রান করে আউট হন শিখর ধাওয়ান। ৬টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।
৪৩ বলে ৫৩ রান করে আউট হন স্রেয়াশ আয়ার। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া মার্কাস স্টোইনিজ ১৮, অ্যালেক্স ক্যারে ১৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে দিল্লি ক্যাপিটালস।
জোফরা আর্চার ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকটে। জয়দেব উনাড়কট ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। কার্তিক তেয়াগি এবং স্রেয়াশ গোপাল নেন ১টি করে উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।