Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রাজাকারের তালিকার ভুল জানতে কবর থেকে তুলতে হতো: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
    জাতীয় রাজনীতি স্লাইডার

    রাজাকারের তালিকার ভুল জানতে কবর থেকে তুলতে হতো: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    December 17, 2019Updated:December 17, 20194 Mins Read

    জুমবাংলা ডেস্ক: ব্যাপক বিতর্কের মুখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজাকারের তালিকার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘‘এই তালিকা প্রকাশ শাপে বর  হয়েছে৷’’ খবর ডয়চে ভেলের।

    মন্ত্রী বলেন,  ‘‘এখন যারা রাজাকার ছিলেন না তারা তা সংশোধনের সুযোগ পাবেন৷ ১০০ বছর পর প্রকাশ হলে সেই সুযোগ তারা পেতেন না৷”

    ১৫ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুাযায়ী ‘রাজাকরের তালিকা’ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ ১০ হাজার ৭৮৯ জনের এই তালিকায় সরকারের গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংগঠকদের নামও রয়েছে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এই তালিকা প্রকাশের পক্ষে ডয়চে ভেলের কাছে নিজের ব্যাখ্যা তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

    তিনি বলেন,‘‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তালিকা প্রকাশ করেছি৷ এর দাড়ি, কমা, সেমিকোলন কিছুই পরিবর্তন করিনি৷ ১৯৭১ সালে পাকিস্তানিদের করা এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিলো৷ এই তালিকা সঠিক কিনা তা জানতে হলে যারা এটা করে গেছেন তাদেরকে আমাকে কবর থেকে তুলতে হতো৷”

    যাচাই-বাছাই ছাড়াই তালিকাটি প্রকাশ ঠিক ছিল বলে মনে করেন মন্ত্রী৷ তার মতে এটি প্রকাশ করা ঐতিহাসিক কারণে জরুরি ছিলো৷ তিনি বলেন, ‘‘এই তালিকা তো একদিন না একদিন প্রকাশ হতো৷ আরো ৩০ বছর পর যদি প্রকাশ হতো, ১০০ বছর পর প্রকাশ হলে তা যারা এখন বলছেন তারা সংশোধনের সুযোগ পেতেন না৷ এখন তো আমরা সংশোধনের সুযোগ দিচ্ছি৷ তারা বলতে পারছেন, আমরা রাজাকার ছিলাম না৷ এই তালিকা প্রকাশ তাই শাপে বর হয়েছে৷ তারা এখন সংশোধনের সুযোগ পাচ্ছেন৷”

    তালিকাটি প্রকাশের পর নিজের মুক্তিযোদ্ধা বাবার নাম এসেছে বলে জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী৷ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘আমার বাবা এডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং-১১২ পৃষ্ঠা-৪১১৩৷ তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার৷”

    তিনি আরো লিখেছেন, ‘‘আমার ঠাকুরদা এডভোকেট সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে৷ তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত৷ তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে৷”

    প্রকাশিত ওই তালিকায় রাজশাহীর মুক্তিযুদ্ধের পাঁচ সংগঠকের নাম রয়েছে৷ এসেছে বগুড়ার মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ একডজনের বেশী শীর্ষ নেতাদের নামও৷

    এই মুক্তিযোদ্ধাদেরকে রাজাকারের তালিকায় রাখার মাধ্যমে তাদের প্রতি অসম্মান করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘যারা খ্যাতিমান ব্যক্তি তাদের আমরা চিনি৷ কিন্তু যাদের চিনি না তাদেরটা কিভাবে যাচাই করব? আমি এজন্য দুঃখ প্রকাশ করছি৷ আমিতো আগেই বলেছি এই তালিকা আমরা করিনি৷ আমাদের যাচাই বাছাইয়ের প্রশ্ন কেন?”

    তালিকায় নিজের নাম থাকলে তিনি যতটা দুঃখ ও কষ্ট পেতেন মুক্তিযোদ্ধা হয়েও যাদের নাম রাজাকারের তালিকায় উঠেছে তারাও ততোটাই দুঃখ পেয়েছেন বলে মনে করেন মন্ত্রী৷ তারপরও এর দায় নিতে নারাজ তিনি৷

    যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অনেকের নামের পাশে লেখা আছে অপরাধ প্রমাণিত হয়নি৷ তাহলে তাদের নাম প্রকাশের যুক্তি কী? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘এর চেয়ে আর কী ভালো লেখা থাকবে বলেন৷ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এটাতো ভালো৷ তারা বলতে পারবেন আমরা নির্দোষ৷”

    মন্ত্রী জানান, এটি প্রথম তালিকা৷ ধাপে ধাপে আরো তালিকা প্রকাশ করা হবে৷ জেলা প্রশাসকদের চিঠি দেয়া হলেও তারা তালিকা পাঠাননি৷ আক্ষেপ করে তিনি বলেন,‘‘জাতি যেখানে রাজাকারদের তালিকা চায় সেখানে জেলা প্রশাসকদের এই অবস্থা!”

    এদিকে রাজাকারের তালিকার ভুল নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, কেউ আবেদন করলে যাচাই করে সেই নাম বাদ দেয়া হবে৷ এ নিয়ে মন্ত্রী বলেন, ‘‘যারা আপত্তি করবেন তথ্য প্রমাণ দেখে তাদেরটা সংশোধন করা হবে৷ এটা আমরা নিজেরাও করব, কিন্তু সময় লাগবে৷ তবে ব্যক্তি নিজে আবেদন করলে তাড়াতাড়ি হবে৷”

    কোনো বিচারের জন্য এই তালিকা নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘ইতিহাসের প্রয়োজনে এই তালিকা প্রকাশ করা হচ্ছে৷ আর যারা হত্যা করেছে, ধর্ষণ করেছে তাদের বিচারতো চলছেই৷ আমরা জাতিকে ইতিহাসের ঘটনা অবহিত করছি৷”

    রাজাকারদের তালিকায় যারা আছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই মন্ত্রী৷ তিনি বলেন, ‘‘যে অপরাধ করেছে সে তো দলীয় পরিচয়ে করেনি৷ আর তখনতো অনেক দল সৃষ্টি হয়নি৷ তখনতো বিএনপি ছিলো না, জাতীয় পার্টি ছিলো না৷”

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    BTRC

    সিম নিবন্ধনের সীমা নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

    May 25, 2025
    এমপিওভুক্ত শিক্ষকদের বেতন

    এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

    May 25, 2025
    train-advance-ticket

    ৪ জুনের টিকিট ২৫ মে: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ হালচাল

    May 25, 2025
    সর্বশেষ সংবাদ
    Visa
    শেনজেন ভিসা প্রত্যাখ্যানের শীর্ষ ১০ দেশ
    Beef
    হার্টের রোগীদের কী পরিমাণ মাংস খাওয়া উচিত
    BTRC
    সিম নিবন্ধনের সীমা নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত
    Muhammad Yunus
    Yunus Gains Full Political Backing as Bangladesh Prepares for Crucial Elections
    OnePlus
    প্রকাশ্যে এল দুটি দুর্দান্ত OnePlus স্মার্টফোনের স্পেসিফিকেশন, জানুন বিস্তারিত
    Release Of DOGE
    Supreme Court Temporarily Blocks Release Of DOGE Records Amid FOIA Dispute
    GOOGLE
    গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন বিপ্লব, এলো একগুচ্ছ নতুন ফিচার
    এমপিওভুক্ত শিক্ষকদের বেতন
    এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়
    train-advance-ticket
    ৪ জুনের টিকিট ২৫ মে: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ হালচাল
    Oc Prodip
    সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দাবিতে প্রচারের পেছনের বাস্তবতা
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.