Advertisement
জুমবাংলা ডেস্ক : আমার নাম যদি রাজাকারের তালিকায় আস্তো আমি যে কষ্ট পেতাম, আমার সহকর্মী ভাইদের নাম যেখানে এসেছে আমি ঠিক একইভাবে কষ্ট পেয়েছি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁর ১১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি রাজাকারদের তালিকা যাচাই না কইরাই বেআক্কেলের মতো কাম কইরা ফেলছি, এটা বোকামি হয়েছে। আমি দুঃখিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা নিয়ে এ তালিকা আর প্রকাশ করা হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, নিবিড় অনুসন্ধান চালিয়ে উপজেলাভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। ভুল করেছি। প্রত্যাহারও করে নিয়েছি। এবার আর ভুল হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।