রাজের সাথে একসঙ্গে থাকা নিয়ে মুখ খুললেন পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে একসঙ্গে থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। তিন দিন ধরে একসঙ্গে থাকছেন এই তারকা জুটি। বিচ্ছেদের ইঙ্গিত দেয়ার পরে একসঙ্গে থাকার ব্যাপারে কথা বলেছেন নায়িকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পরীমনি একটি সংবাদমাধ্যমকে বলেন, তিন দিন ধরে আমরা আবারও এক ছাদের নিচে আছি। আপনারা সবাই ভালোবাসায় রাখবেন আমাদের।

পরী বলেন, আমি মা হয়েছি। রাজ্যের জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। এতটুকুই বলব, এখন রাজ্যই সবকিছু। আর আগামী ২০ জানুয়ারি আমার অভিনীত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমা মুক্তি পাচ্ছে। এর জন্য সবার ভালোবাসা চাই।
পরীমনি
এর আগে বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেন অভিনেত্রী শিরিন শিলা। সেখানে জানান, অভিনন্দন বান্ধবী পরীমনি। সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।

তবে শিরিন শিলার সেই পোস্টটি পরে তার ফেসবুক পেজে গিয়ে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমনি বলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এরপর পরীমনি ফেসবুক স্ট্যাটাসে রক্তাক্ত বিছানার দাগের ছবি পোস্ট করেন এবং তার গায়ে হাত তোলার মতো অভিযোগ আনেন স্বামী রাজের বিরুদ্ধে। তারপর রাজ-পরী দু’জন পৃথক সময়ে সংবাদমাধ্যমে আলাপকালে বিচ্ছেদের কথা বললেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

শাকিব খানের এক ছবিতে ১০০ বন্ধ হল খোলে, মুক্তির আগেই কোটি টাকা ওঠে: কাজী হায়াৎ