নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ১৯২টি কেন্দ্রে ইভিএম-এ ভোট নেওয়া হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কালো টাকা ছড়ানোর পাল্টপাল্টি অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী৷
অভিযানের নামে তৈমুর সমর্থক নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করা হয়েছে৷ তবে আইভীর পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করছে৷ দুই পক্ষই নির্বাচনের দিন সহিংসতারও আশঙ্কা করছে৷
নির্বাচনী প্রচারের শেষ দিন শুক্রবার প্রার্থীরা যে যার মতো করে প্রচার চালিয়েছেন৷ আজ শনিবারের রাত পোহালেই কাল রবিবার সকালে শুরু হচ্ছে ভোট গ্রহণ।
বিএনপি সরাসরি এই নির্বাচনে প্রার্থী দেয়নি৷ নির্বাচনে প্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে৷ তবে বিএনপির সদস্যপদ তার আছে৷ তাই বিএনপির নেতা-কর্মীরা তার সঙ্গে আছেন৷
অন্যদিকে সেলিনা হায়াৎ আইভী এর আগে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন৷ প্রথমবার স্বতন্ত্র হিসেবে শামীম ওসমানকে পরাজিত করে তিনি মেয়র হন৷ দ্বিতীয় বার নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন৷ এবারও তিনি নৌকার প্রার্থী৷
নারায়ণগঞ্জ সিটিতে মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭৷ নির্বাচন হবে ইভিএম-এ৷ সাধারণ ভেটারদের কথা, অতীতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সহিংসতার নজির নেই৷ তাদের আশা, তাই এবারো উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে৷
১৮৭৬ সালে নারায়ণগঞ্জে পৌরসভা শুরু হয় এবং ২০১১ সালে পুরোনো নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভাকে এক করে নারায়ণগঞ্জ পৌরসভা দেশের সপ্তম সিটি করপোরেশনে উন্নীত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।