আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক অ্যাপার্টমেন্টে বসবাস করতে হলে, কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় বাসিন্দাদের। এজন্য অ্যাপার্টমেন্টের কল্যাণ সমিতি একটি নির্দেশিকাও জারি করে। এসব নির্দেশনার লক্ষ্য একটাই, আর সেটি হলো বসবাসকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও আরাম দেয়া।
কিন্তু ভারতের ব্যাঙ্গালুরু রাজ্যের একটি অ্যাপার্টমেন্টের একটি নির্দেশনা নিয়ে ব্যাপক হইচই বেঁধে গেছে। ব্যাঙ্গালুরুর কুন্দনহাল্লি গেট এলাকার একটি অ্যাপার্টমেন্টের সমিতি এক অদ্ভুত নির্দেশিকা জারি করেছে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, অ্যাপার্টমেন্টে ভাড়া থাকা ব্যাচেলর ও অবিবাহিত নারীরা তাদের ফ্ল্যাটে রাত দশটার পর কোন অতিথিকে রাখতে পারবেন না। আর যদি কোন অতিথিকে রাতে থাকতেই হয়, সেক্ষেত্রে ইমেইলের মাধ্যমে ফ্ল্যাটের মালিকের অনুমতি নিতে হবে।
শুধু তাই নয়, ভাড়াটিয়ে অবিবাহিত নারী ও পুরুষদেরকে কঠোরভাবে এই নিয়ম অনুসরণের নির্দেশনার দিয়ে সোসাইটি আরও জানিয়ে, কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকে এক হাজার রুপি জরিমানা করা হবে অথবা ফ্ল্যাট ছাড়তে নোটিশ দেয়া হবে।
নিয়ম আরো আছে। অবিবাহিত নারী ও পুরুষ ভাড়াটিয়ারা তাদের নির্ধারিত ফ্ল্যাটে প্রবেশ করেছন কি-না, সেটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আর রাত দশটার পর নিরাপত্তা প্রহরীরা ফ্ল্যাটে গিয়ে নিশ্চিত হবেন, সেখানে কোন অতিথি অবস্থান করছে কিনা।
অ্যাপার্টমেন্টের কল্যাণ সমিতি আরো কিছু সাধারণ নির্দেশনা জারি করেছে। যার মধ্যে রয়েছে রাত ১০টার পর উচ্চস্বরে গান বাজানো বাজে না। কোন ফ্ল্যাটে গভীর রাত পর্যন্ত পার্টি করা যাবে না এবং রাত ১০টার পরে ফোন কলের জন্য করিডোর এবং বারান্দা ব্যবহার না করা যাবে না।
ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা নোটিশের একটি কপি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যা দ্রুত ভাইরাল হলে রাজ্যটিতে সমালোচনার ঝড় ওঠে। এমন ধরনের নির্দেশনাকে হোস্টেলের নিয়মের থেকেও খারাপ বলে অভিহিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।