জুমবাংলা ডেস্ক : জাতীয় মাছ ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার রাত ১২টায় শেষ হচ্ছে। আগামীকাল থেকে দেশের জেলেরা দেশজুড়ে আবার ইলিশ মাছ ধরতে পারবেন।
দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, জেলেরা এখন ইলিশ মাছ ধরার জন্য নদীতে যেতে জাল ও নৌকা তৈরিতে ব্যস্ত।
এর আগে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের মানুষের অন্যতম সুস্বাদু মাছ ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে সরকার।
পদ্মা-মেঘনা অভয়ারণ্যে বাংলাদেশের জাতীয় মাছের সর্বোচ্চ প্রজননকালীন সময়ে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে।
দ্রুত সময়ের মধ্যে আদানি গ্রুপের পেমেন্ট দেয়া হবে, জানালেন প্রেস সচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।