আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির চিফ অব স্টাফের একজন পরামর্শক জানিয়েছেন, মঙ্গলবার ইউক্রেনের স্থানীয় সময় রাত প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ‘বড় একটি খবর’ জানাবেন।
তিনি জানিয়েছেন, জেলেনস্কি যে বড় খবরটি দেবেন সেটি খারকিভে ইউক্রেনের সেনাদের চলমান পাল্টা আক্রমণ নিয়ে।
এ ব্যাপারে সেরহি লেশচেঙ্কো নামে ওই পরামর্শক টুইটে লিখেছেন, আজ রাতে খারকিভে পাল্টা আক্রমণ নিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির কাছ থেকে বড় খবর আসছে।
তিনি এর বেশি কিছু জানাননি।
এর আগে সোমবার স্থানীয় সময় রাতে জেলেনস্কি ভিডিও বার্তায় জানান, ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এই গুদামে এস-৩০০ মিসাইল মজুদ করা ছিল। যা রুশ সেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জেলেনস্কি দাবি করেছেন, এসব মিসাইল দিয়ে খারকিভে হামলা চালাচ্ছিল রাশিয়া।
এদিকে বর্তমানে নিজেদের দক্ষিণ দিকের অঞ্চলে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। রুশদের হাত থেকে গুরুত্বপূর্ণ বন্দর শহর খেরসন পুনর্দখল করার জন্য লড়াই করছে তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।