আন্তর্জাতিক ডেস্ক : প্রানঘাতি করোনাভাইরাসে যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ইউরোপের দেশ ইতালি অন্যতম। প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে রাতে মাস্ক পরার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রাতে মাস্ক পরা ছাড়াও রয়েছে নাইট ক্লাব ও ডিসকো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
গতকাল রোববার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যারা বাইরে যাবেন তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নাইট ক্লাব ও ডিসকো বন্ধ থাকবে। ১৭ আগস্ট থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
ইতালিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৭৯ জন। এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৫৩ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মাঝে সংক্রমণ কিছুটা কমলেও দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৩৯৬ জন, যা বিশ্বে ষষ্ঠ সর্বোচ্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।