স্পোর্টস ডেস্ক: ফুটবলে ব্রাজিল বরাবরই শক্তিশালী এক দল। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দলেও নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দাপট ধরে রেখেছে চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও। ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (২৪ জুন) মাঠে নামবে ব্রাজিলের যুবারা।
ব্রাজিলের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়) কলম্বিয়ার যুবাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। সেমিফাইনালে মাঠে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয়, এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি নিশ্চিত করে সেলেসাওরা। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে রীতিমতো উড়িয়ে দেয় ব্রাজিল। ১০-০ গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায় ব্রাজিলের যুবারা। ইকুয়েডরকে ৪-০ গোলে হারায় দলটি। নিজেদের তৃতীয় ম্যাচে আবারও বড় জয়ের দেখা পায় ব্রাজিল। ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।