রাতে গরু চুরির সময় ধরা পড়লো গৃহবধূ, দুই মাসের কারা দ ণ্ড

রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ

গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ

জুমবাংলা ডেস্ক : কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) রাতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।

রাতের আঁধারে গরু চুরি করতে গিয়ে ধরা গৃহবধূ

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দিওড় ইউনিয়নের নূর ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)।

জানা গেছে, ইয়াসমিন মঙ্গলবার গভীর রাতে বৈদাহার গ্রামে আজমল হোসেনের গরু চু রি করে। এ সময় শব্দ হলে বাড়ির মালিক আজমলসহ পরিবারের লোকজন তাকে ধরে ফেলে। পরে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূ ইয়াসমিনকে দুই মাসের কারা দ ণ্ড দেওয়া হয়।

বাড়ির মালিক আজমল হোসেন জানান, মঙ্গলবার রাতে গরু চুরির সময় ইয়াসমিনকে হাতে নাতে ধরা হয়েছে। গত ১৬ ডিসেম্বর রাতে ইয়াসমিন আমার অন্য একটি গরু চুরি করেছিল। আটককৃত নারীর স্বামী একজন কসাই।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে অন্যের বাড়িতে চুরির অভিযোগে ইয়াসমিনকে দুই মাসের বিনাশ্রম কারা দ ণ্ড দেওয়া হয়েছে।

খাঁটি খেজুরের গুড় চেনার সহজ উপায়