স্পোর্টস ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে মহাসিন আলী নামের এক কৃষকের কপি ক্ষেত ও কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। মহাসিন আলী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত টাসু শেখের ছেলে।
মহাসিন আলী বলেন, ‘চলতি মৌসুমে ২০ হাজার টাকায় এক বিঘা জমি লিজ নিয়ে বাঁধাকপি ও ফুলকপির চাষ করি। এতে আরও প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়। কয়েক দিন পরেই কপি বাজারে তুলতে পারতাম। কিন্তু শত্রুতা করে গতরাতে কে বা কারা কপি ক্ষেত কেটে নষ্ট করেছে।’
তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা কপির পাশের জমিতে লাগানো বেশ কিছু কলার কাঁদিও কেটে নষ্ট করেছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রকিব বলেন, ‘ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা? সরকার যখন দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা চাচ্ছে, তখন ফসলের সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। দুর্বৃত্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।’
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।