আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে সে দেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে প্রেসিডেন্ট ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনকে বহনকারী বিশেষ বিমানটি লন্ডনে অবতরণ করে বলে বিবিসির লাইভে জানানো হয়।
এরই মধ্যে অনেক দেশের রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যে পৌঁছে গেছেন। অনেকে পথে রয়েছেন। রানির প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।
জো বাইডেন রোববার রানির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ সময় তিনি শোক বইয়ে স্বাক্ষর করবেন। পরে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
রয়টার্স জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন রানির কফিনে এরই মধ্যে শ্রদ্ধা জানিয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে নিজের দুর্গ বালমোরালে ৯৬ বছর বয়সে মারা যান ৭০ বছর ধরে রানির সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
এতে দুই হাজারের ওপরে অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। শেষকৃত্যের আগে চার দিন ধরে সাধারণ মানুষ রানির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাচ্ছেন।
তার কফিন রাখা হয়েছে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের ওপর। ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন পাহারায় রয়েছেন রাজকীয় বাহিনী রয়াল হাউসহোল্ডের ইউনিটের সৈন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।