বিনোদন ডেস্ক : অসংখ্য বিজ্ঞাপন, নাটক ও সিনেমা করলেও এই প্রথম ওটিটি প্লাটফর্মে কাজ করলেন মামনুল ইমন। এর আগে একাধিক সুযোগ এলেও কাজ করেননি এই তারকা। তবে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর নির্মাণে ডাক পেলে লুফে নেন ইমন।
সিনেমার পাশাপাশি ওয়েব কনটেন্ট নির্মাণেও রায়হান রাফীর সুনাম রয়েছে। এবার তিনি ইমনকে নিয়ে ‘মায়া’ নামে একটি ওয়েব কনটেন্ট তৈরি করলেন। যেখানে আরও আছেন সারিকা। বুধবার সন্ধ্যায় কয়েক সেকেন্ডে এর টিজার প্রকাশ হয়েছে, যেখানে অন্য এক ইমনকে দেখা গেল।
শুরুতে দেখা যায়, সারিকা থানায় গিয়ে পুলিশকে বলছেন, তার স্বামী নিখোঁজ। পরে দেখা যায়, ইমনকে কারা জানি জোর করে ধরে নিয়ে যাচ্ছেন। এরপর কয়েকটি দৃশ্যে পাওয়া যায় থ্রিলার উত্তেজনা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে লিলি নিবেদিত ‘মায়া’ বিঞ্জে মুক্তি পাবে।
শুরুতে বুঝে না বুঝে কিছু এলোমেলো কাজ করেছেন বলে সহজ স্বীকারোক্তি জানালেন ইমন। তার ভাষ্য, আমি এই চরিত্রটা হয়ে কাজ করছি। ফেইক কিছু করিনি। যখন ম্যাচিউরিটি এলো তখন চলে এলো ওয়েব কনটেন্ট। এইসময়ে অনেক ডাক পেলেও ভালো প্রজেক্ট মনে হয়নি বলে ছেড়ে দিছি। রাফীকে যখন পাওয়া গেল তখন মনে হয়েছে সেই বেস্ট। তার সঙ্গে কাজ করে আমি পুরাই ফিদা হয়েছি।
বাংলাদেশের ৫০ শতাংশ মানুষের ঘরে যে সমস্যা সেই কনসেপ্ট নিয়েই ‘মায়া’ নির্মিত উল্লেখ করে ইমন বলেন, অনেকে আমার চরিত্রটি রিলেট করতে পারবে। গল্পটা একেবারে ট্রু স্টোরির মতো। এটা এমন গল্প যেটা বাবা-মা দেখলে ভাববে এটা আমাদের সন্তানের গল্প।
রাফীকে নিয়ে ইমন বলেন, রায়হান রাফী মানেই চমক। তার নির্মাণ সবসময়ই উপভোগ্যের হয়। আমি ভীষণ খুশি, এখন রায়হান রাফী বলতে পারবে আমি কেমন করেছি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel