রাবি প্রতিনিধি: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা অনুষদের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার)। সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফজলুল হক এসব তথ্য জানান।
অধ্যাপক ড. মো: ফজলুল হক জানান, প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। এতে গেষ্ট অব অনার থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিল ড. হাসান সেহাত। কি-নোট বক্তা থাকবেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ব্রুশ ইনগাম, অধ্যাপক সাউগাতা ভাদুরী, অধ্যাপক ড. কাজী শফিউর রহমান।
সম্মেলনে বাংলা, ইংরেজি, ফারসি ও আরবি ভাষায় ৬টি ভেন্যুতে দুই দিনে সিনেট ভবন ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে মোট ১২৭টি প্রবন্ধ পাঠ করা হবে। এতে বাংলাদেশ, ভারত, ব্রিটেন, মালয়শিয়া, তুরস্ক, মিশর, জর্ডান, ও রুমানীয়ার শিক্ষক এবং গবেষকগণসহ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত বিভাগসমূহের চতুর্থ বর্ষ এবং এম. এ শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কনফারেন্সে অংশ নেবেন।
এ সময় সংবাদ সম্মেলনে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।