জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মায়া আক্তার নামে একজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়েনের পৃর্ব বিগা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত নারী মৃত সুজা মিয়ার মেয়ে ও মানসিক প্রতিবন্ধী ছিল।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় কুতুব উল্যা বসতঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মানসিক প্রতিবন্ধী মায়া আক্তার নিহত হয়। এতে দুই ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
রামগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দুটি বসতঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রশাসনিক সহায়তা করার আশ্বাস দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।