আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান দেশটি ভারত জুড়ে আলোচিত হয়েছে। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন দেশটির বড় বড় ব্যক্তিত্ব ও তারকারা।
রাম মন্দিরের জন্য ভারত ও বিশ্বের কোটি কোটি ভক্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেছেন। বড় অনুদান দিয়েছেন সুরাটের হিরে ব্যবসায়ী লাখিপরিবার। আলোচনায় আছেন আরো অনেক বড় ব্যবসায়ীরা।
বহু বিতর্কের পর অবশেষে গেলো সোমবার ভারতের অযোধ্যায় রামমন্দিরে বিগ্রহের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটির উদ্বোধনী অনুষ্ঠান ভারতজুড়ে আলোচিত হয়েছে।
জানা গেছে, রাম মন্দির নির্মাণে কোনো রাজ্যে সরকারই টাকা দেয়নি, বরং পুরোটাই ভক্তদের দেয়া অনুদানে নির্মাণ করা হয়েছে। এবার সামনে আসছে বিভিন্ন ভক্তের দেওয়া অর্থের পরিমাণের তথ্য।
অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো আম্বানি-আদানি বা টাটা গ্রুপের মতো বড় শিল্পপতিরা রাম মন্দিরের জন্য সবচেয়ে বেশি দান করেছেন। কিন্তু আসলে বিষয়টি মোটেই তেমন নয়।
ভিখারি থেকে শুরু করে, ঋষিরাও রাম মন্দিরের জন্য দান করেছেন। সবচেয়ে বেশি অর্থদান দেয়ার ক্ষেত্রে নাম উঠেছে গুজরাটের অপেক্ষাকৃত অ-নামী এক শিল্পপতির।
জানেন কি রাম মন্দিরের জন্য সবচেয়ে বড় অনুদান কে দিয়েছেন? বড় অনুদান দিয়েছেন সুরাটের হিরে ব্যবসায়ী লাখিপরিবার। দিলীপ কুমার ভি. লাখির পরিবার।
গুজরাটের বাণিজ্যকেন্দ্র হিসাবে পরিচিত সুরাটের অন্যতম বড় হিরা ব্যবসায়ী, ১০১ কেজি সোনা দান করেছেন। এটি রাম মন্দির ট্রাস্টের প্রাপ্ত সবচেয়ে বড় অনুদান।
এই ১০১ কেজি সোনা ব্যবহার করা হয়েছে রাম মন্দিরের দরজা, গর্ভগৃহ, ত্রিশূল, ডমরু এবং স্তম্ভগুলিকে পালিশ করতে।
তালিকায় দ্বিতীয় নাম গল্পকার এবং আধ্যাত্মিক গুরু মোরারি বাপু, যিনি রাম মন্দিরের জন্য ১১ দশমিক ৩ কোটি টাকা দান করেছেন।
একই সময়ে, গুজরাটের আরেক হিরা ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া ১১ কোটি টাকা দান করেছেন। আবার, পাটনার মহাবীর মন্দির এই খাতে নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছে।
তবে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি দিয়েছেন ২ কোটি ৫১ লাখ টাকা। আদানি গ্রুপের তরফেও রাম মন্দির উদ্বোধনের দিন বিরাট আকারে ভোগ বিলির আয়োজন করা হয়েছিল।
রাম মন্দির উদ্বোধনের পরও চলছে বিভিন্ন খাতে অনুদান দেয়া। সব মিলিয়ে রাম মন্দির শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তদের অনুদানের এ স্রোত অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।