দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান সেরেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি মাসের ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ সুখবর দেন অভিনেত্রী। তবে তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী! শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা।

সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান। তিনি নাকি তার ভবিষ্যৎ সন্তানদের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।
রাশমিকার কথায়, ‘এখনো মা না হয়েও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদিও ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।’
এরপর অভিনেত্রী এও জানান, ত্রিশ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান তিনি। এর পর চল্লিশ পর্যন্ত কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়।
কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগির চারহাত এক হবে তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



