রাশিয়া-যুক্তরাষ্ট্রের নভোচারী নিয়ে মহাকাশে পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : তিনজন মার্কিন ও একজন রুশ মহাকাশচারী নিয়ে স্পেসএক্সের একটি রকেট যাত্রা শুরু করেছে। পৃথিবীর কক্ষপথে ছয় মাসের মিশন শুরু করতে দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাচ্ছে। মঙ্গলবার (০৫ মার্চ) তারা কক্ষপথে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (০৩ মার্চ) রাতে নাসার কেনেডি স্পেস সেন্টার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দুই স্তরের ফ্যালকন ৯ রকেটটি একটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এনডেভার নামে পরিচিত ক্রু ড্রাগন ক্যাপসুলের সঙ্গে সংযুক্ত। আইএসএসের সঙ্গে সংযুক্ত করার জন্য ক্যাপসুলটি কক্ষপথে স্থির হতে প্রায় ৯ মিনিটের মতো সময় নেয়।

এর আগে শনিবার প্রচণ্ড বাতাসের জন্য মিশনটি চালু করার প্রথম প্রচেষ্টা স্থগিত করা হয়। তবে ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যকার মহাকাশ গবেষণায় সহযোগিতার এ ঘটনা একটি বিরল উদাহরণ সৃষ্টি করেছে।