রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিপ্রো বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে এবং সেখানে জরুরি বিভারে পাঁচ কর্মী আহত হয়েছেন। খবর পার্সটুডে’র।

প্রতীকী ছবি

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্তিন রেজনিচেনকো হামলা সম্পর্কে বলেছেন, “রাশিয়ার সেনারা নিপ্রো বিমানবন্দরে আবারো হামলা চালিয়েছে, এতে বিমানবন্দরের কোনো কিছু অবশিষ্ট নেই।”

তিনি বলেন, বিমানবন্দর এবং এর আশপাশের সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। গভর্নর রেজনিচেনকো জানান, নিপার নদীর তীরবর্তী নিপ্রো শহরের ওপর রাশিয়া গতকাল (রোববার) থেকে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া এই শহরের ওপর হামলা শুরু করলেও গতকালের আগ পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে যা সম্প্রতি বিদেশি ভাড়াটেদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছিল।

গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি নিষিদ্ধ করার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে একই ধরনের চাপ সৃষ্টি করা হয় কিন্তু জার্মানি এখন পর্যন্ত রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় নি। জার্মান চ্যান্সেলর বলছেন, তার দেশ চলতি বছরের শেষ দিকে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে পারে তবে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করা যাবে না, কারণ এর কোনো বিকল্প নেই।