মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল আমদানি নিয়ে ভারত ও চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোকে আলোচনার টেবিলে আনার প্রয়াসে তিনি জি৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এই বিষয়ে ভিডিও কলে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান করার পর এবার একই আহ্বান জানিয়েছেন জি৭ ভুক্ত দেশগুলোকে। জি৭-এ অন্তর্ভুক্ত দেশগুলো হলো জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “রাশিয়া থেকে ভারত ও চীনের তেল ক্রয় পুতিনের হাতকে শক্তিশালী করছে। এর ফলে রুশ প্রেসিডেন্ট আরও তীব্র গতিতে ইউক্রেনে হামলা চালাচ্ছেন, মানুষের জীবন নাশ করছেন।”
তিনি আরও যোগ করেন, “আমাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য বার্তা স্পষ্ট – ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একত্রিত হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। জি৭-ও এই প্রক্রিয়ায় এগিয়ে আসা উচিত।”
ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ করতে বলেছেন তা মার্কিন অর্থমন্ত্রণালয় স্পষ্ট করেনি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। এর মধ্যে রাশিয়ার তেল কেনার দায়ে ভারতীয় আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। চীনের আমদানিপণ্যের ওপরও ব্যাপক শুল্ক আরোপ করা হলেও বাজারে অস্থিরতা দেখা দিলে কিছুটা কমিয়ে আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।