জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে পৌঁছেছে ইউক্রেন থেকে আসা ৫২ হাজার ৫০০ টন গম। বুধবার (৯ নভেম্বর) বিকালে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি এসব গম নিয়ে পৌঁছায় ম্যাগনাম ফরচুন নামের একটি জাহাজ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হবে। ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিকঠাক থাকলে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হবে খালাস প্রক্রিয়া বলে জানান, খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের।
সম্প্রতি ভারত থেকে গম আমদানির চেষ্টা করে সরকার। তবে দেশটি রাজি না হওয়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি ভিত্তিতে গম আনার চুক্তি হয়। যার অংশ হিসেবে ইতিমধ্যে দুই চালানে রাশিয়া থেকে আসে ১ লাখ টনের বেশি গম।
বাংলাদেশে চালের পর দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম।ভাত ছাড়া যত ধরনের খাদ্য তৈরি হয়, তার বেশির ভাগেই গম ব্যবহৃত হয়। দেশে সবচেয়ে বেশি আমদানি হয় আটা তৈরির সাধারণ আমিষযুক্ত গম। এসব গমের অন্যতম উৎস রাশিয়া-ইউক্রেন ও ভারত। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে গম আমদানি বন্ধ হয়ে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে সবচেয়ে বেশি গম আমদানি হতো রাশিয়া থেকে। ২০২০-২১ অর্থবছরে দেশটি থেকে মোট আমদানির ২৭ শতাংশ আনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।