আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো রোববার বলেছেন, দক্ষিণ আমেরিকার বৃহত্তম এ দেশ রাশিয়ার প্রতিবেশি ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখবে। খবর এএফপি’র।
কট্টর ডানপন্থী বোলসোনারো বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাদের দীর্ঘ আলোচনায় ইউক্রেনের ব্যাপারে সুনিশ্চিত ‘গোপন’ কিছু বিষয় শেয়ার করেন। রাশিয়ার নেতারা তাদের সম্পূর্ণ আগ্রাসনের পরিকল্পনা চূড়ান্ত করার পরপরই তিনি ১৬ ফেব্রুয়ারি বিতর্কিত মস্কো সফরের পদক্ষেপ গ্রহণ করেন।
বোলসোনারো বলেন, তিনি পুতিনকে বলেছেন যে ব্রাজিল এ যুদ্ধে যতটা সম্ভব নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং এক্ষেত্রে তারা শান্তির পক্ষে রয়েছে।
বোলসোনারো সাংবাদিকদের বলেন, ‘আমরা কোন পক্ষ নিচ্ছি না। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখছি এবং এক্ষেত্রে কোন সমাধানের পথ খুঁজে বের করতে যতটুকু সম্ভব সহায়তা করছি।’
তিনি আরো বলেন, ব্রাজিলের জনগণ ‘শান্তি চায়’, আমরা এ যুদ্ধের ফল বহন করতে চাই না। এক্ষেত্রে তিনি স্বরণ করিয়ে দিয়ে বলেন, ব্রাজিল হচ্ছে রাশিয়ার বিভিন্ন সারের প্রধান ক্রেতা দেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।