আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই ‘দাম’ মেটাতে হচ্ছে দেশ দুটির সাধারণত মানুষকেই। যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে নিরাপদে পালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয়রা। প্রেসিডেন্ট পুতিনের এই ‘যুদ্ধাংদেহী মনোভাব’ অনেক রুশ নাগরিকের পছন্দ না হওয়ায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন তারাও।
আর এই যুদ্ধই এক করল রাশিয়া ও ইউক্রেনের দুই তরুণ-তরুণীকে। দেশ ছেড়ে পালাতে গিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভিনদেশি দুই তরুণ-তরুণী বিভেদ ভুলে নিজেরা পরিণয়ের পথে হাঁটালেন, পরস্পরের হাত ধরে ঠিক যেন এক সুতোয় বাঁধলেন রাশিয়া-ইউক্রেনকে।
বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় দারিয়া সাখনিউক এবং রাশিয়ান সিমেন বব্রোভস্কি মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের নতুন জীবন শুরু করেন বলে মেক্সিকান সিভিল রেজিস্ট্রি অফিস বুধবার জানিয়েছে।
অবশ্য যুদ্ধ শুরুর আগে তারা দুজনই ইউক্রেনে বাস করতেন। কিয়েভেই নিজেদের বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন তারা। কিন্তু বাগড়া দিল যুদ্ধ। ভেস্তে গেলে তাদের সব পরিকল্পনা।
তিজুয়ানা সিটি কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই সপ্তাহ আগে তারা মেক্সিকোতে পৌঁছান। রাশিয়ার নাগরিক হওয়ায় বব্রোভস্কি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারছিলেন না। কারণ যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনীয় নাগরিকদের আশ্রয় নিচ্ছে।
তবে একজন ইউক্রেনীয়কে বিয়ে করার ফলে বব্রোভস্কিও এখন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারবেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।