রাশিয়াকে বয়কট করল নাইকি

আন্তর্জাতিক ডেস্ক: এবার রাশিয়াকে বয়কটের তালিকায় যোগ দিল আমেরিকান বহুজাতিক ক্রীড়াপণ্য প্রস্তুত ও বিপণন সংস্থা নাইকি। অনলাইনে পণ্য কিনতে গিয়ে রাশিয়ান ক্রেতারা দেখতে পান নাইকি তার পণ্য ওয়েবসাইট ও অ্যাপ থেকে সরিয়ে ফেলেছে। খবর রয়টার্সের।

নাইকির ওয়েবসাইটে মঙ্গলবার (১ মার্চ) দেওয়া বিবৃতিতে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নাইকি সেই বিবৃতিতে জানায়, এ দেশে পণ্য সরবরাহের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। বিবৃতিতে ক্রেতাদের অনুরোধ করা হয়েছে, যেন তারা কাঙ্ক্ষিত পণ্যের জন্য নিকটস্থ খুচরা বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করেন।

নাইকির এ সিদ্ধান্তের নেপথ্যে আছে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ান প্রেসিডেন্ট তার বাহিনীকে ইউক্রেনে হামলার নির্দেশ দেন। রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভসহ বেশকিছু শহরে ব্যাপক হামলা চালায়। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সারাবিশ্বেই রাশিয়ার বিরুদ্ধে নেওয়া হচ্ছে নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা। এবার নাইকিও তাতে শামিল হল।

নাইকির এই বয়কটকে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলিয়েঙ্কো। তিনি টুইট করে জানান, অ্যাপল, আমাজনের পাশাপাশি নাইকির নতুন নিষেধাজ্ঞা প্রাইভেট কোম্পানিগুলোর জন্য চমৎকার দৃষ্টান্ত, তারা কীভাবে রাশিয়ার ওপর অবরোধ আনতে পারে।

আরেক ক্রীড়াপণ্য প্রস্তুতকারী জায়ান্ট অ্যাডিডাসও রাশিয়ায় তাদের পণ্য বিপণন বন্ধ করে দিয়েছে। এদিকে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ডিজনি, ওয়ার্নার ব্রস ও সনি পিকচার তাদের আপকামিং সিনেমাগুলো রাশিয়ার থিয়েটারে মুক্তি দেবে না বলে জানিয়েছে।

এবার রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল