আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, বিশ্বের ‘অন্যতম সামরিক শক্তির’ দেশ রাশিয়ার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইউক্রেন। আগামী কয়েক বছরেও রাশিয়ানরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না।
যদিও তিনি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সম্ভাব্য অর্জনের ক্ষেত্রে উচ্চ প্রত্যাশার ব্যাপারে সতর্ক করেছেন। শনিবার ইউক্রেনের একটি টেলিভিশনে প্রচারিত পূর্বে ধারণকৃত ৭৫ মিনিটের এক বক্তব্যে এসব মন্তব্য করেন জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে জেলনস্কির এই বক্তব্যটি প্রচার করে ওই টেলিভিশনটি। খবর বিবিসি অনলাইনের। তবে বিবিসি ওই টেলিভিশনের নাম জানায়নি।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের রাশিয়ান আক্রমণের আগের, ২৩ ফেব্রুয়ারির স্থিতাবস্থায় ফিরে যাওয়ার অর্থ হবে আমাদের বিজয়। এর অর্থ হবে যুদ্ধের ‘প্রথম ধাপের’ সমাপ্তি। এ সময় তিনি উল্লেখ করেন, একমাত্র কূটনৈতিকভাবেই এই সংঘাতের পরিপূর্ণ সমাধান হতে পারে।
জেলেনস্কি জোর দাবি করেন, রাশিয়ান এই আক্রমণের জন্য তার দেশ যথেষ্ট প্রস্তুত ছিল এবং রাশিয়ানরা ইউক্রেনকে অবমূল্যায়ন করেছে। তারা বেশকিছু বিষয় জানত না।
প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।