আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চারটি অঞ্চলে কথিত গণভোট আয়োজন করায়, জোরপূর্বক অন্য দেশের ভূমি দখল করার পরিকল্পনা এবং যুদ্ধের পরিধি বাড়ানোর কারণে রাশিয়ার ওপর অষ্টমবারের মতো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন।
তিনি বলেছেন, নতুন নিষেধাজ্ঞা এমনভাবে প্রস্তুত হয়েছে যার জন্য রাশিয়া মূল্য দেবে।
নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ায় আরও পণ্য আমদানি নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করে রাশিয়ার ক্ষতি হবে আরও সাত বিলিয়ন ডলার।
উরসুলা ভন দার লিয়েন আরও জানিয়েছেন, রাশিয়ায় সামরিক বাহিনীর জন্য ব্যবহৃত পণ্য, ইলেকট্রনিক সরঞ্চাম এবং বিশেষ ক্যামিকেল উপাদান রাশিয়ায় রপ্তানির ওপরও নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।
তাছাড়া রাশিয়ার জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়ার ভিত্তি গড়া এবং রাশিয়ার কোম্পানিগুলোতে ইইউভুক্ত দেশগুলোর উচ্চপদস্থ কাজ করার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা আরও বলেছেন, আমরা ভুয়া গণভোট ও ইউক্রেনের যে কোনো অঞ্চল বিচ্ছিন্ন করা মানি না এবং আমরা দৃঢ় সংকল্পবদ্ধ যুদ্ধের পরিধি বাড়ানোয় রাশিয়ার কাছ থেকে এর মূল্য আদায় করা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।