আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার ওপর সামরিক প্রত্যাহার চায় নেদারল্যান্ডের শহর হেগ ।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর হিসেবে পরিচিত এই শহরটি বিকল্প সরবরাহকারী না পাওয়া পর্যন্ত রাশিয়ান জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম থেকে প্রাকৃতিক গ্যাস ক্রয় চালিয়ে যেতে চায় বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হেগ সিটি কাউন্সিল বৃহস্পতিবার তাদের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে। পৌর কর্তৃপক্ষ জুন ও জুলাই মাসে পুরো ইইউব্যাপী খুঁজেও রাশিয়ান গ্যাসের বিকল্প পেতে ব্যর্থ হয়েছে বলে ওই রূপরেখায় উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ইইউভুক্ত সব দেশের সরকার এবং সরকারি সংস্থাগুলোকে আগামী ১০ অক্টোবরের মধ্যে রাশিয়ান সংস্থাগুলোর সঙ্গে তাদের বিদ্যমান চুক্তি শেষ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।