আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই প্রজাতন্ত্রকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে সেনা পাঠানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নিয়েছে।
যুক্তরাজ্য রাশিয়ার পাঁচটি ব্যাঙ্ক এবং তিনজন ধনাঢ্য ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ওই তিন ব্যক্তির সম্পদ জব্দ করা হবে। তারা হচ্ছেন গেন্নাদি টিমচেঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগর রোটেনবার্গ।
ইতিমধ্যে জার্মানি রাশিয়া থেকে বিশাল গ্যাস পাইপলাইন প্রকল্প নর্ড স্ট্রিম ২ আটকে দিয়েছে। ইইউ জোটও তার নিষেধাজ্ঞার প্রস্তাব প্রকাশ করেছে।
উল্লেখ্য, এগুলো প্রাথমিক সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা। ইইউ বলেছে, যে পুতিন ইউক্রেনে আরো সামরিক পদক্ষেপ নিলে তাদের অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
আপাতত নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে :
• যারা রাশিয়ার এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। কূটনীতিকরা বলছেন যে এর মধ্যে রয়েছেন রাশিয়ার পার্লামেন্টের ৩৫১ জন সদস্য যারা স্বীকৃতিকে সমর্থন করেছিলেন। আর এর প্রস্তাব করা ১১ জন।
• যে ব্যাঙ্কগুলো রাশিয়ার সামরিক বাহিনী এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে চালানো অন্যান্য অপারেশনে অর্থায়ন করছে৷
• ইউরোপীয় ইউনিয়নের মূলধন এবং আর্থিক বাজার ও পরিষেবাগুলিতে রাশিয়া রাষ্ট্র এবং সরকারের প্রবেশের সুযোগ।
• ওই দুটি বিচ্ছিন্নতাকামী অঞ্চল থেকে ইইউর সঙ্গে দ্বিমুখী বাণিজ্য। এটা নিশ্চিত করতে যে, এর জন্য দায়ীরা তাদের ‘অবৈধ এবং আক্রমণাত্মক কর্মকাণ্ডে ‘ অর্থনৈতিক পরিণতি স্পষ্টভাবে অনুভব করে।
২৭ ইইউ সদস্য রাষ্ট্রের সবাইকে এই নিষেধাজ্ঞায় সম্মত হতে হবে। বৈদেশিক নীতি নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে বিভক্তি সাধারণ ঘটনা।
পশ্চিমের বাকি অংশের সঙ্গে ব্রাসেলস একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উদ্বিগ্ন। কিন্তু গোপনে কূটনীতিকরা হাঙ্গেরির বিষয়ে উদ্বেগের কথা বলছেন। কারণ মস্কোর সঙ্গে হাঙ্গেরির উগ্র জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সম্পর্ক ঘনিষ্ঠ। ভবিষ্যতে সম্ভাব্য আরো নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইতালি, অস্ট্রিয়া এবং জার্মানির মত দেশগুলো জ্বালানির সরবরাহ এবং দাম সম্পর্কে অস্বস্তির কথা গোপন রাখেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।