আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ গড়িয়েছে ১৩তম দিনে। ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল দেশটির রাজধানী কিয়েভ দখল করা। কিন্তু রুশ সেনারা এখন পর্যন্ত কিয়েভে প্রবেশ করতে পারেনি। খবর বিবিসি’র।
তবে কিয়েভে ঢোকার জন্য ৪০ মাইল দীর্ঘ একটি সামরিক বহর রাজধানীর উপকণ্ঠে অবস্থান করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি বেন ওয়ালেস গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার বহরটি একদম থেমে আছে। একটু এগোচ্ছে না।
এ ব্যাপারে বেন ওয়ালেস বলেন, রাশিয়া এখনো অগ্রসর হচ্ছে না। এটা ১৩তম দিন। উত্তরে (কিয়েভগামী সামরিক বহর) তাদের যে বহর আছে, যেটির কথা আমরা বলছি এখনো আটকে আছে। মানে সত্যিই আটকে আছে। এটি এগোচ্ছে না।
বেন ওয়ালেস আরও জানিয়েছেন, ইউক্রেনে যুক্তরাজ্য অস্ত্র ও মানবিক সাহায্য দুটিই বৃদ্ধি করবে। বুধবার দেশটির সংসদে ঘোষণা করা হবে এটি।
তাছাড়া ইউক্রেনে বিমান পাঠানোর জন্য প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি যে আবেদন করেছেন এ বিষয়েও কথা বলেছেন ওয়ালেস।
তিনি জানিয়েছেন, ইউক্রেন যে যুদ্ধ বিমান পরিচালনা করে যেমন মিগ-২৯ এসব বিমান যুক্তরাজ্যের কাছে নেই। তাই তারা ইউক্রেনকে সরাসরি বিমান সহায়তা দিতে পারবে না।
তবে তিনি জানিয়েছেন, পোল্যান্ড ইউক্রেনকে সহায়তা করতে পারে। আর এ ক্ষেত্রে তারা পোল্যান্ডকে সহায়তা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।