আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ২০০ নেতাকর্মীকে আটক করেছে দেশটির পুলিশ। গত শনিবার ও গতকাল রবিবার মস্কো ফোরামের একটি বৈঠক হওয়ার কথা ছিল। খবর রয়টার্স’র।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সারা দেশ থেকে অনেক বিরোধী নেতাকর্মী এই ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের আয়োজক ও ব্রিটেনভিত্তিক সংগঠন ওপেন রাশিয়ার পরিচালক আন্ড্রেই পিভোভারভ এ তথ্য জানিয়েছেন। এতে অর্থসহায়তা দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক এবং নির্বাসিত ধনকুবের মিখাইল খোডোরকভস্কি। শনিবার সম্মেলন শুরুর ৪০ মিনিট পরই পুলিশ এসে সেখানে হানা দেয়। পণ্ড করে দেয় অনুষ্ঠান। সেই সঙ্গে গণহারে অংশগ্রহণকারীদের আটক করে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখান থেকে ২০০-এর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং বৈঠকের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর টুইটারে এক পোস্টে খোদোরকোভস্কি গ্রেপ্তারের এই ঘটনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।