Advertisement
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৭তম জন্মদিন।
বুধবার (০১ জানুয়ারি) দুপুরে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে ৭৭ পাউন্ড ওজনের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। পরে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে তার কর্মময় বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ. ন. ম নওশাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. জিল্লুর রহমান, পিপি শাহ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।