জুমবাংলা ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত। না হলে রাষ্ট্রপতি যেন নিজেই নির্বাচন কমিশন গঠন করেন সে বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ রোববার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য কোনো নাম প্রস্তাব করা হয়নি। সেই সঙ্গে সিটি করপোরেশনের নিচে কোনো নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিএনপির সংলাপে অংশগ্রহণের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপির নির্বাচন ও সংলাপে অংশ নেওয়া উচিত। মতের মিল না হলেই মত প্রকাশ বন্ধ করা উচিত না।
গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন। ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন।
আগের সংলাপগুলোতে অংশ নেওয়া বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিয়োগ আইন প্রণয়ন না হওয়ায় বিকল্প হিসেবে সার্চ কমিটি গঠন করে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবেন: তথ্যমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।