এ ঘটনায় ধর্ষকের সহযোগী নূরুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। সে ওই এলাকার আবুল কালামের ছেলে। মোখলেস হাজির বাড়ির ভাড়াটিয়া। আর ধর্ষক সোহেল আকন্দ (২৮) একই এলাকার আব্দুল মজিদের ছেলে। সে পলাতক। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিউদ্দৌলা জানান, পাঠানটুলি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ওই কিশোরী গত বুধবার দুপুরে লাঞ্চের ছুটির পর বাসায় যাচ্ছিল। দেড়টার দিকে আউলপাড়া মোখলেস হাজীর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব পরিচিত সোহেল ও নূরুল ইসলাম কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যায় ওই বাড়িতে। রাস্তা থেকে বাড়ির ভেতর যাওয়ার পর দুজনে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়ির ভাড়াটিয়া নূরুল ইসলামের ৫ তলার ভাড়া ফ্ল্যাটে নিয়ে যায়।
এ সময় ঘরের দরজার বাইরে তালা লাগিয়ে পাহারা দেয় সহযোগী নুরুল ইসলাম। তরুণীটিকে ঘরের ভেতর ৩০ মিনিট আটকিয়ে রেখে ধর্ষণ করে সোহেল আকন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।