নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রাস্তা থেকে তুলে নিয়ে যুবলীগ নেতা এসএম ফয়সাল আবেদীনকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার হাতে পিস্তল দিয়ে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবলীগ নেতা বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন গ্রামের ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার এসএম ফয়সাল আবেদীন উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড় গ্রামের এসএম জয়নাল আবেদীনের ছেলে।
তিনি বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী। অভিযুক্ত রাসেল(২৭), রাজিব (৩০) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. মোছলেহ উদ্দিনের ছেলে ও পাইটাল বাড়ি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাসুম (২৮)। এছাড়াও অজ্ঞাত আরও ৭/৮ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে।
নির্যাতনের শিকার যুবলীগ নেতা ফয়সাল জানান, রোববার বিকেলে তিনি ব্যবসায়িক কাজ শেষে কাওরাইদ থেকে মোটরসাইকেলে করে বরমী বাজারে ফিরছিলেন। বিকেল ৪টার সময় তিনি কাওরাইদ-বরমী আঞ্চলিক সড়কের বরকুল বালিকা মাদরাসার পাশে পৌঁছালে অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে।
তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কাওরাইদের নান্দিয়াসাঙ্গুইন গ্রামের ত্রিমোহনী (তিন নদীর মোহনা) এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযুক্তরা তাকে বিশেষ ধরণের স্প্রিং যুক্ত লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এক পর্যায়ে অভিযুক্তরা ফয়সালকে হত্যার ভয় দেখায়। পরে তার কোমরে ও হাতে পিস্তল দিয়ে মোবাইলে ছবি তুলে এবং ভিডিও ধারণ করে, ভিডিও ছড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। ফয়সাল পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান।
তিনি বলেন, রাজনৈতিক বা সামাজিক কোনোভাবেই তাদের সাথে আমার বিরোধ নেই। কিন্তু তারা হঠাৎ কেন আমাকে মারধর করল তা আমার জানা নেই।
বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ খন্দকার জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত অপরাধী। তারা ফয়সালকে পিটিয়ে গুরুতর আহত করে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি শুরু
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।